ইসাবাহ । একটি অনলাইন ভিত্তিক বই বিক্রয় প্রতিষ্ঠান। ইসলামি আকীদা ও আত্মশুদ্ধি , নববী সিরাহ ও ইতিহাস, ফিকশন-ননফিকশন,পাঠ্য বই সহ দেশ ও দেশের বাহিরের অসংখ্য প্রকাশনা থেকে প্রকাশিত লক্ষাধিক বইয়ের সমৃদ্ধ সমাহার । বিভিন্ন ভাষায় রচিত , মাতৃ ভাষায় অনূদিত ও সম্পাদিত অসংখ্য বইয়ের সংগ্রহশালা। এত সব আয়োজন নিয়ে আমরা আসবো আপনার দোর গোড়ায়। খুব সহজেই দেশের যে কোন স্থান থেকেই পাচ্ছেন আপনার পছন্দের যত সব কালেকশন। ইসাবাহ সৃজনশীলতা ও সৃষ্টিশীলতা নির্মাণের এক বিস্তৃত উদ্যান ও বিশ্বস্ত ঠিকানা।.