মানাজির আহসান গিলানি (১৮৯২ — ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় সুন্নি ইসলামী পণ্ডিত এবং ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের প্রাক্তন ডিন। তিনি তদভীন-ই-হাদীস, মুকাদ্দামা তাদভীন-ই-ফিকহ এবং সওয়ানীহ কাসমি রচনা করেছিলেন ।
গিলানি ১৮৯২ সালের ১ অক্টোবর বিহারের নালন্দা জেলার একটি ছোট্ট গ্রাম গিলানে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নিজ বাড়িতে প্রাথমিক পড়াশোনা শেষ করেন এবং তারপর তিনি হাকিম বরকত আহমদের কাছে রাজস্থানের টঙ্কে ৬ বছর পড়াশোনা করেন। দারুল উলুম দেওবন্দে (১৩১১-১৩৩২ হি.) তিনি মাহমুদুল হাসান দেওবন্দির কাছে সহীহ বুখারী এবং সুনান আত-তিরমিজী অধ্যয়ন করেন এবং মাহমুদ হাসান দেওবন্দিকে তার আধ্যাত্মিক গুরু হিসাবে গ্রহণ করেন। তিনি আনোয়ার শাহ কাশ্মিরির নিকট সহিহ মুসলিম নিয়ে পড়াশোনা করেছিলেন। দারুল উলুম দেওবন্দের তাঁর অন্যান্য শিক্ষকদের মধ্যে রয়েছে: শব্বির আহমদ উসমানী, আজিজুর রহমান উসমানী, হাবিবুর রহমান উসমানী এবং মিয়া আসগর হোসেন দেওবন্দী প্রমুখ ।
গিলানী ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব অনুষদের ২৫ বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ছাত্রদের মধ্যে রয়েছেঃ মুহাম্মদ হামিদুল্লাহ এবং গোলাম আহমদ রাব্বানী।
১৯৫৩ সালের ৯ নভেম্বর থেকে গিলানি হৃদরোগে ভুগছিলেন। ১৯৫৪ সালের মার্চ মাসে দ্বিতীয় হার্ট অ্যাটাকের পরে তাকে পাটনা হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং আহমদ আবদুল হাইয়ের দ্বারা চিকিৎসা করা হয়। গিলানিল লেখা ও পড়া নিষেধ ছিল। তিনি ১৯৫৬ সালের ৫ জুন বিহারের জন্মস্থান গিলানে মারা যান। তাঁর জানাজার নামাজের ফসিহ আহমদ আস্থানভি ইমামতি করেন।
১ এবং ২ ডিসেম্বর ২০১৮, ইনস্টিটিউট অব অবজেক্টিভ স্টাডিজ, নয়াদিল্লি পাটনার এএন সিনহা ইনস্টিটিউট অফ সোশ্যাল স্টাডিজ, "মাওলানা মানাজির আহসান গিলানির জীবন ও অবদান" শীর্ষক একটি দুদিনের জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।
info@isabahbd.com
01326344768
+01326344768
347, Concept Tower, Panthapath, Dhaka
Copyright © 2023 All rights reserved | This application is made by ZOOM IT