আবু মুআবিয়া ইসমাইল কামদার জন্ম দক্ষিন আফ্রিকার ডারবানে। ১ সেপ্টেম্বর ১৯৮৬। তোরো বছর বয়সে মাদরাসার পাঠ শুরু করেন উপমহাদেশের বিখ্যাত বিদ্যাপীঠ দারুল- উলুম দেওবন্দে। সুদীর্ঘ সাত বছর টাকা পড়াশোনা শেষে সেখান থেকে উত্তীর্ণ হন । ২০০৭ সালে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটিতে । বর্তমানে তিনি সেখানে হেড টিউটোরিয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত । ‘ হ্যাভিং ফান দ্যা হালাল ওয়ে’ তাঁর প্রথম বই। একে এক ভিন্নধারার আরও অনেক ইসলামি সাহিত্য রচনা করেছেন তিনি । সবই ইসলামি আত্মোন্নয়নমূলক। উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে: ‘ গেটিং দ্যা বারাকাহ : অ্যান ইসলামিক গাইড টু টাইম ম্যানেজমেন্ট‘ ,বেস্ট অফ ক্রিয়েশন : অ্যান ইসলামিক গাইড টু সেলফ কনফিডেন্স। স্ত্রী ও চার সন্তান নিয়ে ডারবানেই বসবাস করছেন তরুন এই আলিম।
info@isabahbd.com
01326344768
+01326344768
347, Concept Tower, Panthapath, Dhaka
Copyright © 2023 All rights reserved | This application is made by ZOOM IT