শায়েখ আহমাদুল্লাহ হাফিঃ। বাংলার দাওয়াহ সমাজের অনন্য ব্যাক্তিত্ব , বিশিষ্ট আলেম ও ইসলামিক আলোচক। ১৯৮১ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলার বশিকপুরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা বশিকপুর প্রাথমিক বিদ্যালয়ে সম্পন্ন হলে কওমি মাদ্রাসায় শুরু হয় নববী ইলম অর্জনের যাত্রা । নোয়াখালীর একাধিক মাদ্রাসায় অধ্যয়ন করে ভর্তি হন তিনি হাতিয়ার ফয়জুল উলূম মাদ্রাসায়। সেখানে কিংবদন্তি আলেমে দ্বীন মুফতি সাইফুল ইসলাম (রহি.)-এর সোহবত ও ছাত্রত্ব লাভের সুযোগ হয়। তারপর দেশের বৃহত্তম ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন হয়। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের (সানাবিয়্যাহ) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০ তম স্থান, স্নাতক (ফজিলত) বিভাগে ৩য় স্থান এবং ২০০১ দাওরায়ে হাদীসে সম্মিলিত মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেন। দাওরায় হাদিস শেষ করে খুলনা দারুল উলূম থেকে ইফতা সম্পন্ন করেন। তিনি একজন ইসলামিক স্কলার যিনি কোরআন ও হাদিস নিয়ে গবেষণা করেন। পাশাপাশি সৌদি সরকার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত শরয়ী বোর্ড লাজনাতুদ দায়িমায় শায়েখের গবেষণা কাজের সুযোগ হয়।
শায়খ আহমাদুল্লাহ বিভিন্ন বিষয়ে শতাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করে ইসলামী সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর কাজগুলি ইসলামী বিশ্বাসের প্রতি তাঁর দক্ষতা এবং নিবেদন প্রদর্শন করে। তিনি ইসলামী সম্প্রদায়ের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছেন এবং তার কাজের মাধ্যমে জ্ঞান ও প্রজ্ঞার বিস্তার চালিয়ে যাচ্ছেন।
info@isabahbd.com
01326344768
+01326344768
347, Concept Tower, Panthapath, Dhaka
Copyright © 2023 All rights reserved | This application is made by ZOOM IT