সাইয়েদ ইব্রাহিম হোসাইন কুতুব (৯ অক্টোবর ১৯০৬ - ২৯ আগস্ট ১৯৬৬) (যিনি সাইয়েদ কুতুব নামেও অধিক পরিচিত) হলেন একজন মিশরীয় লেখক, শিক্ষাবিদ, ইসলামী পণ্ডিত, তাত্ত্বিক, বিপ্লবী, কবি এবং ১৯৫০ ও ১৯৬০-এর দশকে মিশরীয় মুসলিম ব্রাদারহুডের একজন নেতৃস্থানীয় সদস্য। এছাড়াও তিনি মিশরের ইসলামী আন্দোলনের প্রধান সংগঠন ইখওয়ানুল মুসলিমিন দলের মুখপত্র ইখওয়ানুল মুসলিমিন এর সম্পাদক ছিলেন। ১৯৬৬ সালে তিনি মিশরের রাষ্ট্রপতি জামাল আবদেল নাসেরকে হত্যার ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হন এবং ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তাকে "সালাফি জিহাদিবাদের জনক" হিসাবে বিবেচনা করা হয়।
info@isabahbd.com
01326344768
+01326344768
347, Concept Tower, Panthapath, Dhaka
Copyright © 2023 All rights reserved | This application is made by ZOOM IT