সরদার আহমদ চিশতি (জন্ম: ২২ সেপ্টেম্বর ১৯০৩–২৯ ডিসেম্বর ১৯৬২) একজন পাকিস্তানি সুফি সাধক, ফকীহ, লেখক এবং বিতার্কিক ছিলেন, তিনি মুহাদ্দিস-এ-আজম পাকিস্তান হিসাবে স্বীকৃত।
সরদার আহমদ চিশতির পিতা ছিলেন চৌধুরী মিরান বখশ চিশতী। তিনি ২২ সেপ্টেম্বর ১৯০৩ সাল (২৯ জমাদিউল সানি ১৩২১ হিজরি) আরাইন পরিবারে পূর্ব পাঞ্জাবের গুরুদাসপুর জেলা দয়াল গড়ে জন্মগ্রহণ করেছিল। তাঁর পুত্র সাহেবজাদা মুহাম্মদ ফজল করিম ছিলেন পাকিস্তানের জাতীয় সংসদ সদস্য এনএ -২২ ফয়সালাবাদের সদস্য এবং সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের প্রতিষ্ঠাতা।
তিনি বাটালার দিয়ালগড় গ্রামের প্রাথমিক বিদ্যালয় এবং বাটালার ইসলামিক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, ১৯২৪ সালে (১৩৩৪ হিজরিতে) ম্যাট্রিক পাস করেন। তিনি এফএ অর্থাৎ দুই বছরের ডিগ্রি প্রোগ্রামের প্রস্তুতির জন্য লাহোরে এসেছিলেন এবং মসজিদ ওয়াজির খান লাহোরে ইমাম আহমদ রেজা খানের একটি বক্তৃতায় অংশ নেওয়ার সময় তিনি বেরেলি শহরের মাদ্রাসা মানজার-ই-ইসলামে যোগদানের সিদ্ধান্ত নেন। সেখানে তিনি আহমদ রেজা খান বেরলভীর পুত্র হামিদ রেজা খানের সাথে সাক্ষাত করেন এবং বেরেলির মনজার-ই-ইসলামে তাঁর ইংরেজি শিক্ষা ত্যাগ করে ইসলামী বিজ্ঞান ও শিল্প কেন্দ্রে যোগদানের সিদ্ধান্ত নেন। তিনি মোস্তফা রেজা খান কাদেরী, আমজাদ আলী আজমী এবং মুহাম্মদ হোসেনের কাছ থেকে নির্দেশনা অর্জন করেছিলেন।আমজাদ আলী আলিগড়ের দাদু জেলার মাদ্রাসা ত্যাগ করার সময় কাদরী মাজহার ইসলাম বেরেলির নেতা হন। অনুগামী ও প্রশংসকরা তাঁকে মুহাদ্দিস-ই-আজম-ই-পাকিস্তান উপাধি দিয়েছিলেন। তিনি ফয়সালাবাদের ঝাং বাজারে মাজহার-ই-ইসলাম জামিয়া রিজভিয়ার নেতৃত্বে ছিলেন। তিনি নিখিল ভারত সুন্নি সম্মেলনের পৃষ্ঠপোষক ছিলেন এবং পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেছিলেন।
info@isabahbd.com
01326344768
+01326344768
347, Concept Tower, Panthapath, Dhaka
Copyright © 2023 All rights reserved | This application is made by ZOOM IT